বিনামূল্যে রক্তদান করা দেশ ও জনগনের পাশে থাকা,গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সকল মানব সেবামুলক কাজ বিনামূল্যে প্রদান করা।
আসসালামু আলাইকুম । যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ পরিবারে আপনাকে স্বাগতম।
???? আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ????
মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করার মহৎ উদ্দেশ্যে
যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ-এর যাত্রা শুরু হয় ২০২১ সালের ১লা নভেম্বর।
শুরুর পথচলা ছিল সহজ নয়।
একদল উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবীর হাত ধরেই শুরু হয় যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ-এর কার্যক্রম।
???? প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ
আমিনুল ইসলাম, মরহুম আযিজুল নাদিম,
আরিফ সোহাগ, রিদয় মিয়া, সুমন মিয়া, তারিকুল ইসলাম,
মাহমুদা আক্তার পারুল,রেদুয়ান, আতিকুল ইসলাম পিতুল, রনি খান
এবং আরও অনেক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী,
যাদের ত্যাগ, পরিশ্রম ও ভালোবাসায় যুবশক্তি আজকের অবস্থানে পৌঁছেছে।
শূন্য থেকে শুরু করে আজকের এই সাফল্যের যাত্রায়
প্রতিটি প্রতিষ্ঠাতা সদস্যের অবদান অপরিসীম।
বর্তমানে প্রতিষ্ঠাকালীন এডমিনদের কেউ কেউ নিজ নিজ ব্যস্ততায় যুক্ত থাকলেও,
শুরু থেকে আজ অবধি আতিকুল ইসলাম পিতুল ও রনি খান সংগঠনের কর্ণধার হিসেবে
নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তাদের নেতৃত্ব, দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই
আজ যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।
বর্তমানে সংগঠনটি ৪০ জন এডমিন ও মডারেটর এবং ২০০+ সক্রিয় স্বেচ্ছাসেবী নিয়ে
মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
সাথে আছেন সম্মানিত উপদেষ্টা প্যানেল, যারা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করছেন।
ভবিষ্যতে ইনশাআল্লাহ,
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায়
যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ আরও বহুদূর এগিয়ে যাবে —
মানুষের কল্যাণে, রক্তের বন্ধনে, মানবতার পথে। ❤
◆ আপনি যদি রক্তদান করতে ইচ্ছুক তাহলে রক্তের গ্রুপ, কখন, কোথায় রক্ত দিবেন তা জানাবেন তাহলে আমরা আপনাকে রোগী ম্যানেজ করে দিবো। সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপে পোস্ট অথবা ইনবক্সে জানাতে পারেন।
◆ রক্তের পোস্টের কমেন্টে আপনার পরিচিত রক্তদাতা অথবা সেচ্ছাসেবী বন্ধুকে মেনশন করুন।
◆ রক্তের পোস্ট শেয়ার করে রক্তদাতা খুঁজে পেতে সহযোগীতা করবেন।
◆গ্রুপে আপনার বন্ধুদের যুক্ত করুন।
◆রক্তের প্রয়োজনে নিম্ন লিখিত নিয়মে পোস্ট করবেন!
◆রোগীর সমস্যা:
◆ রক্তের গ্রুপ:
◆ হিমোগ্লোবিন:
◆রক্তের পরিমাণ:
◆ রক্তদানের তারিখ:
◆ রক্তদানের সময়:
◆ রক্তদানের স্থান:
◆ রেফারেন্স নাম:
◆ যোগাযোগ: